Notice Details

সর্বশেষ মিটিং এর সিদ্ধান্ত

আসসালামুআলাইকুম "সি এফ ও" সংগঠনের আজকের গুরুত্বপূর্ণ মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা নিচে উল্লেখ করা হলো। # সম্মানিত সদস্য আজিজুল হাকিমের বিগত ১২ (বারো) মাসের বা ১ (এক) বছরের সঞ্চয় বকেয়া থাকায় দ্বিতীয়বারের মতো সকলের মতামত সাপেক্ষে উক্ত সদস্যের আইডি বা শেয়ার ৩০-১১-২৪ তারিখে স্থগিত (inactive) করা হইবে। উক্তক্ষেত্রে ইনএকটিভ চার্জ ৫০০/= টাকা এবং সকল বকেয়ার জরিমানা সহ মোট বকেয়া টাকার ২.৫% জরিমানা ধার্য করা হইবে। উক্ত সদস্য যেহেতু মিটিংএ উপস্থিত থাকিয়া ২০২৫ সালের মে মাসের ১ (এক) তারিখ মধ্যে সকল বকেয়া পরিশোধ করার অঙ্গীকার করিয়াছেন এমত অবস্থায় সকলের মতামত অনুসারে বিশেষ বিবেচনায় শেষবারের মতো শর্তসাপেক্ষে সুযোগ প্রদান করা হইতেছে। উল্লেখ্য যে, ২০২৫ সালের মে মাসের ১ (এক) তারিখ পর্যন্ত সকল সঞ্চয়ের বকেয়া টাকার উপর জরিমানা এবং উদ্ধৃত টাকার জরিমানা বহাল তবিয়াতে ধার্য করা হইবে পরবর্তীতে উক্ত সদস্য সংগঠন হইতে বাদ পড়িলে জরিমানা টাকা মূল সঞ্চয় হইতে কর্তন করা হইবে। তবে ০১-০১-২৫ তারিখের মধ্যে আইডির সমস্ত নিষ্ক্রিয়করণ চার্জ এবং অল্প সংখ্যক বকেয়া কিস্তি অবশ্যই অবশ্যই পরিশোধ করা শর্তে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে। # যে সকল সদস্য জুলাই-২৪ হাফ ইয়ারলি ২০,০০০/= (বিশ) হাজার টাকা এখনো পরিশোধ করেননি ৩০/১১/২৪ তারিখের মধ্যে পরিষদ না করিলে ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা ধার্য করা হইবে এবং পর্যায়ক্রমে ৩১-১২-২৪ মধ্যেও যদি কোন সদস্য পরিষদ না করেন পরবর্তীতে ১ (এক) হাজার টাকা জরিমানা ধার্য করা হইবে। # সকলকে অবগত করা হইতেছে যে ৩১-১২-২০২৪ তারিখে সংগঠনের ইয়ারক্লোসিং করার স্বার্থে সকল সদস্যের পূর্বের বকেয়া পরিশোধ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হইল। # বিগত সময়ের গ্রুপ মিটিংগুলোতে সকল সদস্যের উপস্থিতি ক্ষীন বলেই ধরা যায়। এমত অবস্থায় সকলকে অনুরোধ করা যাইতেছে যে, সকল গ্রুপ মিটিংয়ে স্বতঃস্ফূর্তভাবে সকলের শতভাগ উপস্থিতি থাকার সর্বোচ্চ চেষ্টা করিতে হইবে। কারণ, অনেক সময় অনেক মূল্যবান সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠতা এবং নীতিমালা অনুসারে সিদ্ধান্তে পৌঁছানোটা যুক্তিসঙ্গতার মানকে ছোট করে। CFO-2010 সাধারণ সম্পাদক এস এম আজিজুল করিম জয়

S M AZIZUL KARIM ( JOY )

Published By

S M AZIZUL KARIM ( JOY )

General Secretary & Account Holder

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.